Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১)প্রকল্পের নাম: পল্লী সমাজসেবা (আরএসএস) ক্ষুদ্রঋণ

নির্বাচিত প্রামের জরিপভূক্ত ক ও খ শ্রেণীর দরিদ্রতম ব্যক্তি নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদর করবেন ।আবেদন ফরমে অবশ্যই গ্রামকমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীর সুপারিশ থাকতে হবে। আবেদনের সাথে এক(১) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ দিতে হবে।

আরএসএস প্রকল্পে একজন ঋণগ্রহিতাকে ১০,০০০/= থেকে ৩০,০০০/= টাকা পযন্ত এক বছরের জন্য প্রদান করা হয়। সব্বোচ্চ দশ(১০) কিস্তিতে দলীয়ভাবে এই ঋণ পরিশোধ করতে হয়।

২)প্রকল্পের নাম: পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি):

পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) প্রকল্পের ঋণ কাযক্রমের নিয়মাবলী  পল্লী সমাজসেবা (আরএস্এস) কাযক্রমের অনুরুপ। তবে এই প্রকল্পের সুবিধাভোগী শুধুমাত্র গ্রামীণ দরিদ্র মহিলাগণ।

৩)প্রকল্পের নাম:এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুণবাসন কাযর্ক্রম

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি নির্ধারিত ফরমে ক্ষুদ্রঋণের জন্য উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করবেন। আবেদনের সাথে প্রতিবন্ধী হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদেয় সনদ দিতে হবে। সাথে পাসপোর্ট সাইজের সত্যায়িত এক(১) কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিক সনদ দিতে হবে।

৪)ভাতা কাযর্ক্রম

৪.১)বয়স্ক ভাতা:

সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির রেজুলেশনের মাধ্যমে সুপারিশকৃত ব্যক্তি নিধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ মতে অবশ্যই ৬৫ বছর বয়স হতে হবে। আবেদনের সাথে চার(৪) কপি  পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং বয়স প্রমাণের সনদ দিতে হবে।

৪.২)বিধবা ও স্বামী পরিত্যক্তা দু:স্থ মহিলা ভাতা:

সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির রেজুলেশনের মাধ্যমে সুপারিশকৃত মহিলা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।আবেদনকারীকে অবশ্যই প্রকৃত বিধবা অথবা স্বামী পরিত্যক্তা অসহায় ও দু:স্থ মহিলা হতে হবে। আবেদনেরে সাথে চার (৪) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও জাতীয় পরিচয়পত্র বা নাগরিক সনদপত্র দিতে হবে।

৪.৩)অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা:

প্রতিবন্ধী ব্যক্তি নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করবেন। আবেদনের সাথে প্রতিবন্ধী হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদেয় সনদ দিতে হবে। সাথে পাসপোট সাইজের সত্যায়িত চার(৪) কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিক সনদ দিতে হবে। আবেদন ফরমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে।

৪.৪)মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা:

ক) মুক্তিযোদ্ধা Iমুক্তিযোদ্দার বিধবা স্ত্রী যার বার্ষিক গড় আয় ১২ হাজার টাকার উর্দ্ধে নয়।

খ) মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪ টি তালিকার কমপক্ষে ২ টি তালিকায় অর্ন্তভূক্ত সশস্স্র বাহিনী বিভাগ এবং বাঙলাদেশ রাইফেলস হতে মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অর্ন্তভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

গ)বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহন।

ঘ)সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। (২০১০-২০১১ অর্থ বছরে নির্বাচিত মুক্তিযোদ্ধাকে মাসিক ২০০০/= হারে ভাতা প্রদান করা হচ্ছে।)

 

৪.৫)প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম:

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ বছরের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্রছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬ হাজার টাকার নিচে।

বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী নির্বাচন সহ উপবৃত্তি বিতরন এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে।